
বর্তমানে লোডশেডিং আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে সবচেয়ে কার্যকর সল্যুশন হচ্ছে আইপিএস বা ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। এটি বিদ্যুৎ চলে গেলে শুধু বাসা-বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের ফ্যান বা লাইটে পাওয়ার প্রদান করে না, বরং ভোল্টেজ ওঠানামা থেকে আপনার কম্পিউটার, টিভি, রাউটারের মতো সংবেদনশীল ডিভাইস সমূহকে সুরক্ষিত রাখে।
কিন্তু আমাদের দেশের বাজারে লুমিনস, হেমকো, রহিম আফরোজ, সুকাম সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের আইপিএস ফুল সেট মেশিন পাওয়া যায়, যার মধ্যে থেকে কোনটি আপনার জন্য সঠিক? কত ভিএ (VA) আইপিএস কিনবেন? এর সাথে কত অ্যাম্পিয়ার আওয়ারের (AH) ব্যাটারি প্রয়োজন? এই সকল বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আপনার জানা প্রয়োজন এমন পরিমাপ সমূহ

- ভিএ / ভোল্ট-অ্যাম্পিয়ারঃ একই সময়ে আইপিএস সর্বোচ্চ কত লোড নিতে পারে, তা ভিএ দিয়ে পরিমাপ করা হয়। এটি দিয়ে
আইপিএস মেশিনের পাওয়ারকে বোঝায়।
- ওয়াটঃ বাসা-বাড়ি, বা অফিসে ফ্যান, লাইট, টিভি এবং কম্পিউটার অপারেট করার জন্য কি পরিমাপ বিদ্যুৎ খরচ হয়, তা ওয়াট দিয়ে পরিমাপ করা হয়। আইপিএস এর ওয়াট পাওয়ার মূলত ভিএ রেটিং এর চেয়ে ৬০-৮০% পর্যন্ত কম হয়। যেমনঃ ১০০০ ভিএ আইপিএস বাস্তবে ৬০০-৮০০ ওয়াট লোড নিতে পারে। একে পাওয়ার ফ্যাক্টরও বলা হয়।
- অ্যাম্পিয়ার আওয়ারঃ এটি আইপিএস ব্যাটারির ধারণক্ষমতা বোঝায়। ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দিতে পারবে তা অ্যাম্পিয়ার আওয়ারের উপর নির্ভর করে। তাই, আইপিএস ব্যাটারির এএইচ যত বেশি হবে, আপনি তত বেশি ব্যাকআপ টাইম পাবেন।
আপনার আইপিএস এবং ব্যাটারির চাহিদা নির্ধারণের প্রক্রিয়া সমূহ

স্টেপ-১ঃ আপনার প্রয়োজনীয় লোড হিসাব করুন
আইপিএস কেনার আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার বাসা-বাড়ি, অফিস অথবা ব্যবসা প্রতিষ্ঠানে আইপিএস দিয়ে কি কি চালাবেন তা লিস্ট করে মোট ওয়াট হিসাব করা।
সাধারণ কিছু ডিভাইসের আনুমানিক ওয়াটসমূহ
- সিলিং ফ্যান
৭০-৮০ ওয়াট
- টেবিল ফ্যান
৫০-৬০ ওয়াট
- এলইডি লাইট
১০-১৫ ওয়াট
- টিউব লাইট
৭০-৮০ ওয়াট
- সিআরটি টিভি
১০০-১২০ ওয়াট
- এলইডি/এলসিডি টিভি
৫০-৮০ ওয়াট
এখন তাহলে চলুন আইপিএস এর লোড হিসাব করে নেয়-
আপনার বাসায় ৩টি সিলিং ফ্যান, ৪টি এলইডি
লাইট, এবং ১টি টিভি চালাতে চান। তাহলে মোট লোড হবে-
= ( ৩টি সিলিং ফ্যান x ৮০ ওয়াট ) + ( ৪ এলইডি লাইট x ১৫ ওয়াট ) + ( ১ টি টিভি x ৮০ ওয়াট )।
= ( ২৪০ + ৬০ + ৮০ ) ওয়াট।
= ৩৮০ ওয়াট।